পারডুবি ও মাথাভাঙ্গা, ২২ আগস্ট (হি. স.) :কোচবিহারের মাথাভাঙ্গা-কোচবিহার রাজ্য সড়কের দোলং মোড় সংলগ্ন এলাকায় বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। মৃত্যু হল বাইক আরোহীর। সোমবার দুর্ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, মৃতের নাম, গোঁড়াচাদ সাহা (৬০)। বাড়ি মাথাভাঙ্গায় । এদিন দোলং মোড় সংলগ্ন এলাকায় একটি বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহীর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঘোকসাডাঙ্গা থানার পুলিশ। বাস ও বাইকটি উদ্ধার করা হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ।

