কলকাতা, ২২ আগস্ট ( হি.স.) : ভরদুপুরে কলকাতায় বোমা বিস্ফোরণ। বেলেঘাটা থানা এলাকায় এই ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, বেলেঘাটা থানা এলাকায় একটি নির্মাণের কাজ চলছিল । সেখানে শ্রমিকরা মাটি খুঁড়তেই আচমকা বিকট শব্দ শুনতে পান এলাকার বাসিন্দারা। সঙ্গে সঙ্গে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দেখেন দুজন শ্রমিক রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। জানা গিয়েছে, একজন শ্রমিকের ডান হাত উড়ে গিয়েছে।
জানা গেছে, সোমবার দুপুরেও চলছিল কাজ। এদিন দুপুর আড়াইটে নাগাদ আচমকা বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা। ছুটে গিয়ে দেখেন, ফ্ল্যাটের জমিতে পড়ে রয়েছেন দু’জন। একজন এলাকারই বাসিন্দা তন্ময় প্রামাণিক। আরেকজনের নাম লোকনাথ। তিনি ফ্ল্যাটে কাজ করছিলেন। রক্তে ভেসে যাচ্ছিল এলাকা। বেলেঘাটার বালির মাঠের মতো জনবহুল এলাকায় এই বিস্ফোরণের জেরে এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। কী থেকে বিস্ফোরণ। যদি বোমা ফেটে থাকে, কীভাবে ওই এলাকায় বোমা এল, তা খতিয়ে দেখা হবে।