হাফলং (অসম), ২০ আগস্ট (হি.স.) : অসমের পাঁচটি জেলার অ্যাডহক সভাপতির নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। গোলাঘাট, তামুলপুর, দক্ষিণ শালমারা-মানকাচর, ডিমা হাসাও এবং বাকসা, এই পাঁচ জেলার অ্যাডহক সভাপতির নাম আজ শনিবার ঘোষণা করেছেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।
ডিমা হাসাও জেলার তৃণমূল কংগ্রেসের অ্যাডহক সভাপতি হিসেবে আচিং জেমির নাম ঘোষণা করা হয়েছে। তাছাড়া গোলাঘাট জেলার সভাপতি তনয়জ্যোতি বাইলুং, তামুলপুর জেলার সভাপতি গৌরীশঙ্কর শরণিয়া, দক্ষিণ শালমারা-মানকাচর জেলার সভাপতি আবু সালেহ মহম্মদ জাহাঙ্গির এবং বাকসা জেলার সভাপতি হিসেবে কিশোর রায়ের নাম ঘোষণা করেছে তৃণমূল।
এদিকে ডিমা হাসাও জেলার তৃণমূল কংগ্রেসের অ্যাডহক সভাপতি হিসেবে নিযুক্তি পেয়ে আচিং জেমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়, সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদ সুস্মিতা দেব, অসম প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি রিপুন বরার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দল তাঁকে সভাপতি পদে নিযুক্তি দেওয়ায় দায়িত্ব আরও বেড়ে গেছে। তাই এবার দলের স্বার্থে সবাইকে নিয়ে একজোট হয়ে কাজ করে যাবেন।