ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট।। গুরুত্বপূর্ণ বৈঠক হলো টিসিএর এপেক্স কমিটির। শুক্রবার সকাল ১১ টায় সভাপতি তপন লোধের পৌরাহিত্যে সম্পন্ন হলো এই বৈঠক। সম্ভবত নতুন কমিটি গঠিত হবার পূর্বে এপেক্সের এটাই অন্তিম বৈঠক। বৈঠকে টিসিএ-র ভারপ্রাপ্ত সচিব কিশোর কুমার দাস তার দায়িত্ব নেবার পর কি কি কাজকে বাস্তবায়িত করেছেন তার একটা রিপোর্ট সবার সামনে তুলে ধরলেন তিনি। এর মধ্যে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম সহ দুটো মাঠে দুটো হোস্টেল, ধর্মনগর ক্রিকেট স্টেডিয়াম সহ অন্যান্য সফল প্রজেক্ট গুলো এপেক্সে সবার সামনে তুলে ধরলেন কিশোর কুমার দাস। প্রত্যেকেই ভারপ্রাপ্ত সচিবের কাজের ব্যাপারে প্রশংসা করেন। পজিটিভ ভাবনা নিয়েই যে উন্নতির সোপান তৈরি করা যায়, তারই অন্যতম এক নিদর্শন তুলে ধরলেন কিশোর কুমার দাস। সভাপতি তপন লোধও খুবই খুশি ভারপ্রাপ্ত সচিব কিশোর দাসের কাজকর্মে। একই সঙ্গে বেশ কিছু সিদ্ধান্তও নেওয়া হলো এদিন এপেক্স-এর এই বৈঠকে। সিদ্ধান্ত গুলো একে একে তুলে ধরলেন টিসিএ-র যুগ্ম সচিব কিশোর কুমার দাস। একই সঙ্গে তিনি জানালেন আরো বেশ কিছু সিদ্ধান্ত। যেগুলো এপেক্স মেম্বারদের অনুমতি এবং সহমত নিয়েই করা হলো। এর মধ্যে অন্যতম সিদ্ধান্ত হলো জুনিয়রের চিফ কোচ গৌতম সোমের সঙ্গে চুক্তির মেয়াদ আগামী সময়ের জন্য বাড়ানো হলো। সঙ্গে বেশ কয়েকজন নতুন মুখকে দায়িত্ব দেওয়া হলো সিনিয়র এবং নির্বাচক কমিটিতে। বর্তমান কমিটির মেয়াদ আর কয়েকদিন রয়েছে। এর আগে এপেক্স-এর এই বৈঠকটা খুব গুরুত্বপূর্ণ ছিল। যার মধ্যে নেওয়া হলো একের পর এক গুরুত্বপূর্ণ এই সিধান্তগুলো।
2022-08-19

