নিজের বন্দুক থেকে চলল গুলি, বিহারে আত্মঘাতী তেলেঙ্গানার এসএসবি জওয়ান

পাটনা, ১৯ আগস্ট (হি.স.): নিজের বন্দুক গুলি করে আত্মঘাতী হয়েছেন সশস্ত্র সীমা বল (এসএসবি)-এর একজন জওয়ান। তেলেঙ্গানার বাসিন্দা ওই জওয়ান কেন আত্মঘাতী হয়েছেন, তা জানতে তদন্ত শুরু হয়েছে। শুক্রবার বিহারের সুপাউলে নিজের বন্দুক থেকে গুলি করে আত্মঘাতী হয়েছেন এসএসবি-র ৪৫ নম্বর ব্যাটেলিয়নের একজন জওয়ান।

এসএসবি সূত্রের খবর, আত্মঘাতী ওই জওয়ানের নাম-চিমালা বিষ্ণু। তিনি এসএসবি-র ৪৫ নম্বর ব্যাটেলিয়নের সদস্য ছিলেন। বাড়ি তেলেঙ্গানায়। শুক্রবার রক্তাক্ত অবস্থায় ওই জওয়ানের দেহ উদ্ধার হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।