নয়াদিল্লি, ১৯ আগস্ট (হি.স.): ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উপলক্ষ্যে সমগ্র দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দেশবাসীকে জন্মাষ্টমী শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়ও। দেশবাসীর সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী।
শুক্রবার সকালে টুইট করে জন্মাষ্টমীর শুভেচ্ছা-বার্তায় রাষ্ট্রপতি জানিয়েছেন, “জন্মাষ্টমী উপলক্ষ্যে সমগ্র দেশবাসীকে হার্দিক শুভেচ্ছা। ভগবান শ্রীকৃষ্ণের জীবন লীলা মানুষের কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করতে শেখায়। আমি প্রার্থনা করছি এই পবিত্র উৎসব আমাদের সবাইকে চিন্তা, কথা ও কাজে সকলের স্বার্থকে প্রাধান্য দিতে অনুপ্রেরণা যোগাবে।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট-বার্তায় জানিয়েছেন, জন্মাষ্টমী উপলক্ষ্যে সমস্ত দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ভক্তি ও আনন্দের এই উৎসব সকলের জীবনে বয়ে আনুক সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্য। জয় শ্রীকৃষ্ণ! দেশবাসীকে জন্মাষ্টমী শুভেচ্ছা জানিয়েছেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়ও।

