গাজিয়াবাদ, ১৯ আগস্ট (হি.স.): উত্তর প্রদেশের গাজিয়াবাদে রহস্যজনকভাবে মৃত্যু হল অপহৃত এক নাবালিকার। পাশাপাশি জীবিত অবস্থায় এক নাবালিকাকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে গাজিয়াবাদের মোদীনগরের রোরি গ্রাম থেকে অপহৃত হয় ওই দুই নাবালিকা। ওই দুই নাবালিকার সন্ধানে ৪টি থানার পুলিশ কর্মীরা তৎপর হয়ে ওঠেন।
পুলিশ সুপার (গ্রামীণ) ইরাজ রাজা জানিয়েছেন, রাতের জমি থেকে জীবিত অবস্থায় এক নাবালিকাকে উদ্ধার করা হয়। শুক্রবার সকালে অপর নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশ সুপার জানিয়েছেন, মৃত নাবালিকার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। অপহরণকারী ওই একই গ্রামের বাসিন্দা। মৃত নাবালিকার বয়স ৯ বছর, অপর অপহৃত নাবালিকার বয়স ৬ বছর।

