নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট৷৷ প্রতি বছরের মতো এবারও সেন্ট্রাল রোড যুব সংস্থার উদ্যোগে কাঠাম খিলি ও খুঁটি পূজার মাধ্যমে সূচনা হলো দুর্গাপূজার প্রস্তুতির৷ সেন্ট্রাল রোড যুব সংস্থা ক্লাবের সম্পাদক উত্তম কুমার সাহা জানিয়েছেন, প্রতিবছর জন্মাষ্টমীর দিন কাঠামখিলি পুজোর মাধ্যমে পূজার প্রস্তুতি শুরু হয়৷ এবারও তার ব্যতিক্রম নয়৷ এবারও ব্রতি হয়েছেন তারা দুর্গাপূজায়৷ এবছর ক্লাবের প্রতিমা তৈরি করবেন পশ্চিমবঙ্গের মৃৎশিল্প শংকর পাল৷ এছাড়াও প্যান্ডেল সজ্জায় থাকছে পশ্চিমবঙ্গের নবদ্বীপের খ্যাতনামা শিল্পীরা৷ প্রত্যেকের উপস্থিতিতে এবারের সেন্ট্রাল রোড যুব সংস্থা র দুর্গাপূজা সার্থক হয়ে উঠবে বলে, আশা প্রকাশ করেছেন ক্লাবের সদস্যরা৷
2022-08-19