বিঁধলেন আপ-কেও
নয়াদিল্লি, ১৯ আগস্ট (হি.স.): আবগারি নীতিতে অনিয়মের মামলায় দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার বাসভবনে সিবিআই অভিযানকে স্বাগত জানালেন কংগ্রেস নেত্রী অলকা লাম্বা। একইসঙ্গে আম আদমি পার্টিকেও কটাক্ষ করেছেন তিনি। শুক্রবার টুইটে একটি ভিডিও আপলোড করেছেন অলকা লাম্বা, সেখানেই তিনি আপ-কে বিঁধেছেন।
অলকা লাম্বা টুইটে লিখেছেন, যদি তাঁদের নীতি ঠিক হয়, তাহলে কেন প্রাক্তন মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিতের নীতি অনুসরণ করছিলেন, আপ সর্বদা তাঁর শাসনকালের নিন্দা করেছে, এখন আবার তাঁর নীতিই অনুসরণ করছে। সত্যেন্দ্র জৈনের গ্রেফতারি প্রসঙ্গে অলকা টুইটে লেখেন, আম আদমি পার্টির তাঁর দুর্নীতি সম্পর্কে জানে, তাই গ্রেফতারির বিরুদ্ধে প্রতিবাদ করেনি।