নিজ ঘরেই গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার প্রতাপগড়ে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট৷৷ নিজ ঘর থেকে উদ্ধার এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ৷ মৃত গৃহবধূর নাম লক্ষ্মী দাস৷ তার বয়স ৪৫ বছর বলে জানা গেছে৷ গৃহবধূর মৃত্যুতে শোকের ছায়া এলাকা জুড়ে৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে৷ ঘটনা প্রতাপগড়স্থিত স্টিল ব্রিজ এলাকায়৷ ঘটনার বিবরণে জানা যায়, ওই মহিলার স্বামী অন্য বাড়িতে থাকতেন৷ তিনি জানিয়েছেন, আজ সকালে প্রতিবেশীরা খবর দিলে তিনি এসে ঘরের দরজা ভেঙে দেখতে পান মহিলার ঝুলন্ত মৃতদেহ৷ মৃত মহিলার স্বামীর দাবি মহিলা দীর্ঘদিন ধরেই বিভিন্ন রোগে ভুগছিলেন৷ পাশাপাশি ঋণগ্রস্থ ছিলেন বলেও জানিয়েছেন তার স্বামী৷ ঋণ পরিশোধ করতে না পেরেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ওই মহিলা৷ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *