ষোলো দিন পর মিজোরামের ত্লাওয়াং নদীতে উদ্ধার নিখোঁজ বাবা-ছেলের মৃতদেহ

আইজল, ১৮ আগস্ট (হি.স.) : ষোলো দিন পর মিজোরামের রাজধানী আইজলের ত্লাওয়াং নদীতে উদ্ধার হয়েছে নিখোঁজ বাবা ও ছেলের মৃতদেহ।

আজ বৃহস্পতিবার আইজল পুলিশ জানিয়েছে, গতকাল বুধবার রতে ৩৯ বছর বয়সি এক ব্যক্তি এবং তাঁর ১০ বছরের শিশুপুত্ৰের মৃতদেহ ত্লাওয়াং নদীতে উদ্ধার করা হয়েছে। পুলিশের অফিসার জনান, উদ্ধারকৃতদের আইজলের সালটং লিলিভেঙের জনৈক সি লালফকজুয়ালা এবং তাঁর বছর দশের ছেলে মালসামকিমার পচগলা লাশ গতকাল রতে ত্লাওয়াং নদী থেকে উদ্ধার করেছেন ইয়ং মিজো অ্যাসোসিয়েশন (ওয়াইএমএ)-এর সদস্যরা। তাদের লাশ নদীর জলে ভাসমান অবস্থায় ছিল।

তিনি জানান, বিকেলের দিকে নদীতে দুটি লাশ ভাসছে দেখে প্রত্যক্ষদর্শী কতিপয় শ্রমিক স্থানীয় ইয়ং মিজো অ্যাসোসিয়েশনে স্বেচ্ছাসেবকদের খবর দেন। খবর পেয়ে লাশ দুটি নদী থেকে উদ্ধার করেন ইয়ং মিজো অ্যাসোসিয়েশনের স্বেচ্ছাসেবকরা। পুলিশ অফিসারটি জানান, গত আটদিন আগে মৃতদেহগুলির উদ্ধার অভিযান বন্ধ করা হয়েছিল।

তিনি জানান, গত ২ আগস্ট আইজল থেকে প্ৰায় ৩৪ কিলোমিটার দূরবর্তী গ্রামের রিজৰ্টে এক জন্মদিন অনুষ্ঠান শেষে বন্ধুদের সঙ্গে ফিরে আসছিলেন তাঁরা। মাঝপথে একটি সেতু থেকে গাড়িটি নদীতে পড়ে যায়। পরবর্তীতে দুজনকে উদ্ধার করা গেলেও সি লালফকজুয়ালা এবং মালসমকিমা নিখোঁজ হয়ে পড়েন।

এদিকে ঘটনার পর মিজো পরম্পরা অনুযায়ী সাতদিন ওই নদীতে নিখোঁজদের সন্ধানে অভিযান চালিয়েছিলেন ওয়াইএমএ-এর সদস্যরা। কিন্তু সাত দিন পর অষ্টমদিন থেকে তালাশি অভিযান বন্ধ করা হলো বলে ঘোষণা করেন ওয়াইএম-এর স্বেচ্ছাসেবকরা।

প্রসঙ্গত, মিজো পরম্পরা অনুযয়ী, যখন কোনও ব্যক্তি নিখোঁজ হন, তথন তাঁদের সম্প্ৰদায়ের মানুষ নিখোঁজ ব্যক্তিকে সাত দিন খুঁজেন। এই সময়কালে নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া না গেলে তালাশি অভিযান বন্ধ করা হয়।