ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ আগস্ট।। জয় অব্যহত রেখে ফাইনালে যাওয়ার পথে আরেক কদম এগিয়ে গেলো বাইখোরা স্কুল। বুধবার বাইখোরা স্কুল ৭ উইকেটে পরাজিত করে উত্তর তাউখোমা স্কুলকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত মহিলা ক্রিকেটের আসরে। এদিন বাইখোরা স্কুল মাঠে হয় ম্যাচটি। চাইমাচো মগের ভেলকিতে এদিন কুপোকাৎ হয়ে পড়ে উত্তর তাউখোমা স্কুল। সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে উত্তর তাউখোমা স্কুল ৪১.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৯ রান করে। দলের পক্ষে রেশ্মি নোয়াতিয়া ৪৭ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২১, ঈশা রাণী দেববর্মা ৮৯ বল খেলে ১৯ এবং প্রীয়াঙ্কা নোয়াতিয়া ৪৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৮ রান করেন। দল অতিরিক্ত খাতে সর্বোচ্চ পায় ৫৮ রান। দলের আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। বাইখোরা স্কুলের পক্ষে চাইমাচো মগ (৫/১৮),ঝুলন মজুমদার (২/১৬) এবং মিতাশ্রী দেবনাথ (২/৩২) সফল বোলার। জবাবে খেলতে নেমে ৩৬.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় বাইখোরা স্কুল। দলের পক্ষে অনণ্যা দেববর্মা ৬৫ বল খেলে ৯ টি বাউন্ডারির সাহায্যে ৬১,মিতাশ্রী দেবনাথ ৫০ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৭ (অপ:) এবং অ্যাঞ্জেল পাল ৩৮ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৩ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ৩৮ রান। উত্তর তাউখোমা স্কুলের পক্ষে অন্ত রাণী নোয়াতিয়া (২/৩১) সফল বোলার।
2022-08-17