নয়াদিল্লি, ১৭ আগস্ট ( হি.স.) : খনি লিজ মামলায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে বড়সড় স্বস্তি দিয়েছে সুপ্রিম কোর্ট। বেনামী কোম্পানির মাধ্যমে অর্থ পাচারের অভিযোগে ঝাড়খণ্ড হাইকোর্টে চলতি শুনানি স্থগিত করেছে বিচারপতি ইউ ইউ ললিতের নেতৃত্বাধীন একটি বেঞ্চ। আবেদনটি রক্ষণাবেক্ষণযোগ্য হওয়ায় আদালত রায় সংরক্ষিত রেখেছে।
সুপ্রিম কোর্ট বলেছে, যেহেতু আমরা বিষয়টি শুনানি করছি, তাই আপাতত হাইকোর্টে আর শুনানি হবে না। সুপ্রিম কোর্ট বলেছে, আবেদনকারী বা হাইকোর্টে ইডি সোরেনের বিরুদ্ধে প্রাথমিকভাবে মামলা করতে পারেনি। ইডিকে প্রশ্ন করে আদালত বলেছে, সোরেনের বিরুদ্ধে এত প্রমাণ থাকলে ব্যবস্থা নিন। এত প্রমাণ থাকলে আদালতের আদেশের প্রয়োজন কেন।