কলকাতা, ১৭ আগস্ট (হি.স.) : রাজ্য সরকার আরও এক দফা মন্ত্রিসভার বৈঠক ডেকেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে বৃহস্পতিবার নবান্নে প্রস্তাবিত এই বৈঠক হওয়ার কথা। শিক্ষক নিয়োগের জন্য অতিরিক্ত পদ সৃষ্টি করা-সহ কয়েকটি দফতরে শূন্য পদে নিয়োগ সংক্রান্ত প্রস্তাব বৈঠকে গৃহীত হতে পারে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।
এদিকে, আসন্ন দুর্গোৎসবের প্রস্তুতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ২২ আগস্ট বিভিন্ন পুজো কমিটির সঙ্গে বৈঠক বসতে চলেছেন। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই বৈঠকে কলকাতা ও সন্নিহিত অঞ্চলের সমস্ত পুজো কমিটিকে আমন্ত্রণ জানানো হয়েছে। ভার্চুয়ালি রাজ্যের বিভিন্ন জেলার ব্লক ও পৌর স্তরের পুজো কমিটিও বৈঠকে উপস্থিত থাকবে।