ওয়াশিংটন, ১৭ আগস্ট ( হি.স.) : ঐতিহাসিক জলবায়ু পরিবর্তন এবং স্বাস্থ্যসেবা আইন কার্যকর হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। এই আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
আমেরিকার ডেমোক্র্যাটরা প্রতিনিয়ত জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানিয়ে আসছিল। এই আইনে মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষরকে মার্কিন কংগ্রেসে ডেমোক্র্যাটদের জন্য এটি উল্লেখযোগ্য বিজয় বলে মনে করা হচ্ছে। এই আইন প্রণয়ন করার আগে বাইডেন বলেন, মুদ্রাস্ফীতি কমানোর জন্য তৈরি এই আইনটি এমন অনেক কিছু করে, যা করতে আমাদের মধ্যে অনেকেই এত বছর ধরে সংগ্রাম করেছি। আইনে ৭৪০ বিলিয়ন মার্কিন ডলারের বিধান রাখা হয়েছে। এই আইনে বাইডেনের কিছু গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রতিশ্রুতি রয়েছে এবং এটি ইতিহাসে আমেরিকার জলবায়ু কর্মসূচিতে সবচেয়ে বড় বিনিয়োগ।
এই আইনে স্বাক্ষরের পর মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে বলা হয়েছে, এই আইনের ফলে ২০৩০ সালের মধ্যে প্রায় এক বিলিয়ন টন গ্রিনহাউস গ্যাস নির্গমন কমবে। এই আইন এখন পর্যন্ত যেকোনো জলবায়ু আইনের চেয়ে দশগুণ বড়।

