নয়াদিল্লি, ১৪ আগস্ট ( হি.স.) : প্রবীণ স্টক মার্কেট বিনিয়োগকারী রাকেশ ঝুনঝুনওয়ালার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ঝুনঝুনওয়ালা মারা যান। তার বয়স হয়েছিল ৬২ বছর।
এদিন রাকেশ ঝুনঝুনওয়ালার সঙ্গে সাক্ষাতের একটি পুরনো ছবি শেয়ার করে টুইট করেছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি টুইট বার্তায় লিখেছেন, রাকেশ ঝুনঝুনওয়ালা ছিলেন অদম্য। জীবন, বিদগ্ধ এবং অন্তর্দৃষ্টিপূর্ণ, তিনি আর্থিক জগতে একটি অদম্য অবদান রেখে গেছেন। ভারতের অগ্রগতির ব্যাপারেও তিনি অত্যন্ত উৎসাহী ছিলেন। তাঁর চলে যাওয়া দুঃখজনক। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা।
১৯৮৫ সালে স্টক মার্কেটে মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে বিনিয়োগ শুরু করেছিলেন ঝুনঝুনওয়ালা। ২০১৮ সালের সেপ্টেম্বরে টাকার অঙ্কটা বেড়ে হয় ১১ হাজার কোটি টাকা।