ধর্মনগর থানায় বিবেকানন্দ সমাজসেবী সংস্থার উদ্যোগে স্বাস্থ্য শিবির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট৷৷  ধর্মনগরের দেওয়ানপাশার বিবেকানন্দ সমাজসেবী সংস্থার উদ্যোগে ধর্মনগর থানায় পুলিশ কর্মীদের স্বাস্থ্যের কথা চিন্তা করে একটি হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়৷ বিবেকানন্দ সমাজসেবী সংস্থার ডঃ তমজিত নাথ সংস্থার কর্মীদের নিয়ে এবং উত্তর জেলা পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার কে কে সাথে নিয়ে এই মহৎ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়৷ এই শিবিরে ২০০ জন পুলিশ কর্মী এবং তাদের পরিবারের লোকজনের স্বাস্থ্য পরীক্ষা করে ঔষধ দেওয়া হয়বিভিন্ন প্রকার রক্ত পরীক্ষা রক্তচাপ, রক্তে গ্লুকোজের পরিমাণ সহ বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা এই ক্যাম্পে করা হয়৷ উল্লেখ্য পুলিশ সুপার নিজে একজন চিকিৎসক হওয়ায় তিনি নিজেও বেশ কিছু পুলিশ কর্মীর সুবিধা অসুবিধার কথা শুনে ওষুধ পত্র লিখে দেন৷ এই অনুষ্ঠানে এ ছাড়া ও উপস্থিত ছিলেন ডঃ বিরেশ্বর সাহা৷ উল্লেখ্য ডঃ তমজিত নাথ এখনো তার পূর্বের ধারা বজায় রেখে সমাজসেবা মূলক কাজ করে চলেছেন৷ ডঃ তমজিত নাথ স্বাধীনতা দিবসের প্রাক্কালে এবং আজাদীকা অমৃত মহোৎসবের ৭৫ বছর পূর্তি উপলক্ষে পুলিশ সুপারের হাতে উপহারস্বরূপ জাতীয় পতাকা তুলে দেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *