পটনা, ১৪ আগস্ট ( হি.স.) : বিহার পুলিশের সঙ্গে যৌথ অভিযানে নেমে সাইবার জালিয়াতির ঘটনায় চারজনকে গ্রেফতার করল তেলঙ্গানা পুলিশ। তবে ধরা পড়ার আগে ওই চারজনের সঙ্গে পুলিশের বেশ কিছুক্ষণ গুলির লড়াই চলে। যদিও পরে পালাতে গিয়ে ধরা পড়ে যায় চারজন। তল্লাশি চালিয়ে ধৃতদের গাড়ি থেকে থেকে পাওয়া গিয়েছে নগদ ১ কোটি ২৩ লক্ষ টাকা। এছাড়া মিলেছে পাঁচটি মোবাইল ফোন, বিদেশি মদ ইত্যাদি।
সাইবার জালিয়াতির ঘটনার তদন্তে নেমে তেলঙ্গানা পুলিশ মিথিলেশ প্রসাদ নামে অভিযুক্তকে খুঁজছিল। বিহারের নওয়াদা জেলায় তার খোঁজ পায় তেলঙ্গানা পুলিশ। এরপর বিহার পুলিশের সাহায্যে শনিবার রাতে নওয়াদা জেলার ভবানী বিঘা গ্রামে হানা দেয় পুলিশের বড় দল। ওই গ্রামেই মিথিলেশের বাড়ি। এদিকে গ্রামে পুলিশ দেখে মিথিলেশ ও তার সঙ্গীরা গাড়ি করে পালানোর চেষ্টা করে। কিন্তু পুলিশি বাধায় পালাতে না পেরে গুলি চালায়। পাল্টা গুলি চালায় পুলিশও। শুরু হয় গুলির লড়াই। ঘণ্টাখানেক পর পুলিশ গাড়ি থেকে চারজনকে গ্রেফতার করে।