জিরানীয়ায় আক্রান্ত কংগ্রেসের প্রবীণ কর্মী, পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ সুদীপ বর্মনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট৷৷ মজলিশপুর বিধানসভা কেন্দ্রের জিরানিয়ায় কংগ্রেস সমর্থক দুই প্রবীণ ব্যক্তির উপর প্রাণঘাতী হামলার নিন্দা জানিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন৷ পুলিশের ভূমিকারও তীব্র সমালোচনা করেছেন তিনি৷ সোমবার রাতে মজলিশপুর বিধানসভা কেন্দ্রে দুই জায়গায় দু’জন প্রবীণ ব্যক্তির উপর কিছু দুষৃকতিকারী প্রাণঘাতী হামলা চালায়৷ বর্তমানে তাদের মধ্যে একজন আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন৷


অপর একজনকে জিরানীয়া হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাত থেকেই মজলিশপুর বিধানসভা এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে৷ ফের যেকোনো সময় হিংসাত্মক কার্যকলাপ সংগঠিত হওয়ার আশঙ্কা রয়েছে৷ বিরোধী দলের সমর্থকরা আতঙ্কে কাটাচ্ছেন৷ পুলিশ বিরোধী দলের নেতাকর্মী সমর্থকদের নিরাপত্তা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে৷ কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন সোমবার রাতে মজলিশপুর বিধানসভা কেন্দ্রের হামলায় দুজন আহত হওয়ার খবর পেয়ে মঙ্গলবার হাসপাতালে ছুটে যান৷ জিবি হাসপাতালে চিকিৎসাধীন কংগ্রেস সমর্থক প্রবীণ ব্যক্তিকে তিনি দেখে আসেন এবং চিকিৎসা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন৷


ঘটনা সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সুদীপ রায় বর্মন বলেন রাজ্যে জঙ্গলের রাজত্ব কায়েম হয়েছে৷ নাতির চেয়েও ছোট বয়সের ছেলেরা প্রবীণ ব্যক্তির উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেছে৷ ভদ্র সমাজ ব্যবস্থায় তা কোনভাবেই মেনে নেওয়া যায় না৷ হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন রাজ্যে ৭৫ তম স্বাধীনতা দিবস পালনের প্রাক্কালে এ ধরনের পরিস্থিতি কোনভাবে মেনে নেওয়া যায় না৷ তিনি বলেন বর্বরতার একটা সীমা রয়েছে৷ প্রসঙ্গক্রমে সুদীপ রায় বর্মন বলেন মঙ্গলবার কংগ্রেস দলের জিরানিয়া থেকে রানিরবাজার পর্যন্ত পদযাত্রা করার আগাম কর্মসূচি ছিল৷ এ ব্যাপারে পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছিল৷
আশ্চর্যজনকভাবে পুলিশ কংগ্রেস দলের পদযাত্রার অনুমতি দেয়নি৷ পুলিশ জানিয়েছে আগের থেকেই নাকি বিজেপি রাজনৈতিক কর্মসূচি করার অনুমতি নিয়ে নিয়েছে৷

পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্ব এবং কংগ্রেস কর্মী সমর্থকদের নিরাপত্তা প্রদানে সম্পূর্ণ ব্যর্থ বলে অভিযোগ করেছেন বিধায়ক সুদীপ রায় বর্মন৷ পুলিশ এসব ঘটনা সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত থাকার পরও অভিযুক্তদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না৷ আক্রমণকারীদের বিরুদ্ধে রীতিমতো হুংকার দিয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন আমরা কাউকে ছাড়বো না৷ কংগ্রেস দল যে আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছে তা শীঘ্রই সংঘটিত করা হবে বলে তিনি জানান৷