নয়াদিল্লি, ৫ আগস্ট (হি.স.): এই মুহূর্তে ভারতের অর্থনীতির কি পরিস্থিতি, সে সম্পর্কে কিছুই জানেন না কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। দেশজুড়ে বেকারত্ব ও মুদ্রাস্ফীতির বিরুদ্ধে শুক্রবার বিক্ষোভ দেখাচ্ছে কংগ্রেস। এনিয়ে সাংবাদিক সম্মেলনে অর্থমন্ত্রীকে কটাক্ষ করলেন রাহুল গান্ধী। তিনি বলেন, “সামষ্টিক অর্থনৈতিক মৌলিক নিয়ে তিনি যে কথা বলছেন, তা অন্যকিছু। ভারতের অর্থনীতিতে এখন ঠিক কি ঘটছে, আমি মনে করি তা নিয়ে দেশের অর্থমন্ত্রীর কোনও বোধগম্যতা নেই। অর্থনীতি সম্পর্কে তাঁর বোঝাপড়া একেবারে তলানিতে। তিনি একজন মুখপাত্র মাত্র।”
রাহুল গান্ধী এদিন অভিযোগ করেছেন, “সরকার চাইছে, জনগণের সমস্যা- যেমন মূল্যবৃদ্ধি, বেকারত্ব, সমাজে হিংসা এগুলি উত্থাপন করা যাবে না। সরকারের ৪-৫ জনের স্বার্থ রক্ষা করা হচ্ছে এবং এই একনায়কত্ব ২-৩ জন বড় ব্যবসায়ীর স্বার্থে দু’জনের দ্বারা পরিচালিত হচ্ছে।” রাহুল গান্ধীর মুখে এদিন হিটলার শব্দও শোনা যায়। তিনি বলেন, “হিটলারও নির্বাচনে জিতেছিলেন, তিনিও নির্বাচনে জিততেন। জার্মানির সমস্ত প্রতিষ্ঠানের ওপর তাঁর নিয়ন্ত্রণ ছিল…আমাকে পুরো সিস্টেম তুলে দিন, তারপর আমিও দেখাব কীভাবে নির্বাচনে জয়লাভ করা যায়।”