কংগ্রেস প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করবে: হরিশ রাওয়াত

নয়াদিল্লি, ৫ আগস্ট ( হি.স.) : প্রবীণ কংগ্রেস নেতা হরিশ রাওয়াত জানিয়েছেন, শুক্রবার সকাল থেকেই মূল্যস্ফীতি, বেকারত্ব এবং জিএসটি ইস্যুতে দেশব্যাপী বিক্ষোভ করছে কংগ্রেস। আজ দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে রাওয়াত বলেন, কংগ্রেস কর্মীরা দেশের মৌলিক সমস্যাগুলির জন্য আজ প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করবে। তিনি আরও বলেন, দেশ মুদ্রাস্ফীতি এবং বেকারত্বে ভুগছে। এমন পরিস্থিতিতে কংগ্রেস প্রতিনিয়ত রাস্তা থেকে সংসদ পর্যন্ত জনগণের সমস্যা তুলে ধরছে। কংগ্রেসের এই আন্দোলন এখন গ্রামে গ্রামে পৌঁছে যাচ্ছে। আমরা জনগণের কাছে আবেদন করছি যে আপনি যদি এতে ভুগে থাকেন তবে কংগ্রেসকে সমর্থন করুন।

ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, বেকারত্ব ইস্যুতে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটও আজ কংগ্রেস সদর দফতরে সাংবাদিক সম্মেলনে জনগণকে এই প্রচারে এগিয়ে আসার অনুরোধ করেছেন।
এদিকে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে কালো কুর্তা ও পাগড়ি পরে সংসদ ভবন কমপ্লেক্সে আসেন মুদ্রাস্ফীতি ও বেকারত্বের বিরুদ্ধে প্রতিবাদ জানালেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *