এবার ইডি-র নজরে রাউতের স্ত্রী, পাত্র চাওল মামলায় বর্ষাকেও সমন

মুম্বই, ৪ আগস্ট (হি.স.): পাত্র চাওল জমি দুর্নীতি মামলায় এবার শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউতের স্ত্রী বর্ষা রাউতকে সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বৃহস্পতিবার ইডি-র পক্ষ থেকে জানানো হয়েছে, বর্ষা রাউতের অ্যাকাউন্টে করা লেনদেন প্রকাশ্যে আসার পরই তাঁকে সমন পাঠানো হয়েছে।

আপাতত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র হেফাজতেই রয়েছেন শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত। জমি দুর্নীতি মামলায় সঞ্জয় রাউতকে আগামী ৮ আগস্ট অবধি ইডি-র হেফাজতে পাঠিয়েছে মুম্বইয়ের একটি আদালত। হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় বৃহস্পতিবার আদালতে তোলা হয়েছিল সঞ্জয় রাউতকে। তাঁকে পুনরায় নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় ইডি। এরপরই রাউতকে আগামী ৮ আগস্ট অবধি ইডি-র হেফাজতে পাঠিয়েছে আদালত।
এই পরিস্থিতিতে এবার সঞ্জয় রাউতের স্ত্রী বর্ষা রাউতকে সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তাঁকে ঠিক করে ডাকা হয়েছে, সে বিষয়ে ইডি-র পক্ষ থেকে এখনও জানা যায়নি। ইডি শুধু জানিয়েছে, বর্ষা রাউতের অ্যাকাউন্টে করা লেনদেন প্রকাশ্যে আসার পরই তাঁকে সমন পাঠানো হয়েছে।

উল্লেখ্য, পাত্র চাওল জমি দুর্নীতি মামলায় কিছু দিন আগে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সঞ্জয় রাউতের বাড়িতে হানা দেয় ইডি। দীর্ঘ ক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাঁকে প্রথমে আটক করা হয়। পরে গ্রেফতার করা হয় উদ্ধব ঠাকরে-ঘনিষ্ঠ এই নেতাকে।