লংতরাই ভ্যালিতে ক্রিকেট : ছৈলেংটা ইংলিশ মিডিয়াম স্কুল জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট।। সহজ ম্যাচ কঠিন করে জিতলো ছৈলেংটা সরকারি ইংলিশ মিডিয়াম স্কুল। ৩ উইকেটে পরাজিত করলো ছৈলেংটা স্কুলকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌১৭ আন্ত:‌ স্কুল ক্রিকেটে। বৃহস্পতিবার ঘাঘরাছড়া স্কুল মাঠে হয় ম্যাচটি। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ছৈলেংটা স্কুলের গড়া ৮২ রানের জবাবে ছৈলেংটা সরকারি ইংলিশ মিডিয়াম স্কুল ৭ উইকেট হারিয়ে জযের জন্য প্রযোজনীয় রান তুলে নেয়। সকালে প্রথমে ব্যাট নিয়ে ছৈলেংটা স্কুল মাত্র ৮২ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে কুশ রায় ৮ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৬ এবং জীবন দাস ২০ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৩ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। দল অতিরিক্ত খাতে সর্বোচ্চ পায় ৩৩ রান। ছৈলেংটা সরকারি ইংলিশ মিডিয়াম স্কুলের পক্ষে সুজিত ঋষি দাস (‌৩/‌১৫), রোহিত গুপ্তা (‌২/‌৮) এবং সোমাজ চৌধুরি (‌২/‌২৪) সফল বোলার। জবাবে খেলতে নেমে ছৈলেংটা সরকারি ইংলিশ মিডিয়াম স্কুল ১৫.‌৫ ওভারে ‌‌‌৭ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে অর্ঘদ্বীপ চৌধুরি ৪০ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২৩,রোহিত গুপ্তা ১৪ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১১ এবং ভাবিক দাস ১৮ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ১৯ রান। ছৈলেংটা স্কুলের পক্ষে কুশ রায় (‌৪/‌১৪) সফল বোলার।‌