ত্রিপুরায় করোনার ঝড়ের গতি কমার লক্ষণ, গত ২৪ ঘণ্টায় আরও কমল দৈনিক সংক্রমণ

আগরতলা, ১ আগস্ট (হি. স.) : ত্রিপুরায় করোনার ঝড় ধীরে ধীরে গতি হারাচ্ছে। দৈনিক সংক্রমণের হার প্রতিদিন কমছে। গত ২৪ ঘন্টায় করোনার নমুনা পরীক্ষার সংখ্যায় কম হয়েছে। তাই, সংক্রমিতের খোঁজও কম মিলেছে। কিন্তু, সুস্থতা লাগাতর বেড়েই চলেছে। ফলে, জনমনে স্বস্তি ফিরছে।

গত ২৪ ঘন্টায় ত্রিপুরায় ৪৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। সেই তুলনায় ১০২ জন সুস্থ হয়েছেন। তাতে, বর্তমানে ত্রিপুরায় করোনা আক্রান্ত চিকিত্সাধীন রোগী রয়েছেন ১৭০৪ জন।

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ৩৪ জন এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৬১৪ জনকে নিয়ে মোট ৬৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে, আরটি-পিসিআরে ২ জন এবং রেপিড অ্যান্টিজেনে ৪৬ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। ফলে, দৈনিক সংক্রমণের হার বর্তমানে কমে দাঁড়িয়েছে ৭.৪১ শতাংশ। সুস্থ হয়েছেন ১০২ জন।

ফলে, বর্তমানে ত্রিপুরায় করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ১৭০৪ জন। প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ১০৬৫৭০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ১০৩৮৭০ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার হয়েছে ৪.১৮ শতাংশ। তেমনি, সুস্থতার হার ৯৭.৪৭ শতাংশ। এদিকে ০.৮৭ শতাংশ হয়েছে মৃত্যুর হার। এছাড়া ত্রিপুরায় এখন পর্যন্ত ৯২৭ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে,  গত ২৪ ঘণ্টায় নতুন করে পশ্চিম জেলায় ৬ জন, সিপাহিজলা জেলায় ২ জন, খোয়াই জেলায় ৬ জন, গোমতী জেলায় ১১ জন, ধলাই জেলায় ৫ জন, ঊনকোটি জেলায় ১১ জন এবং দক্ষিণ জেলায় ৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। উত্তর ত্রিপুরা জেলায় কেউ করোনা আক্রান্ত হননি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *