মাঙ্কিপক্সে প্রথম প্রাণহানি ভারতে, কেরলে বিদেশফেরত যুবকের মৃত্যু

নয়াদিল্লি, ১ আগস্ট (হি.স.): ভারতে মাঙ্কিপক্সের আতঙ্ক আরও বাড়াল। মাঙ্কি ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে প্রথম মৃত্যুর ঘটনা প্রকাশ্যে এল। কেরলের ত্রিশূরে মাঙ্কিপক্সে সংক্রমিত হয়ে ২২ বছর বয়সি এক যুবকের মৃত্যু হয়েছে। গত ২২ জুলাই সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহি থেকে ফেরেন ওই যুবক। জ্বর ও অন্যান্য উপসর্গ থাকায় গত ২৭ জুলাই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে কি না, তা নিশ্চিত করতে নমুনা গবেষণাগারে পাঠানো হয়েছিল। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, বিদেশ সফরে থাকাকালীনই ওই যুবক মাঙ্কিপক্সে সংক্রমিত হন।

কেরলের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, যুবকের দেহে কোনও র‌্যাশ ছিল না। ফলে তাঁর যে মাঙ্কিপক্স হয়েছে, সে প্রথমে বুঝতে পারেননি চিকিৎসকরা। এদিকে, ভারতে পাঁচ জনের শরীরে মাঙ্কি ভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছে। যার মধ্যে চার জনই কেরলের বাসিন্দা। চতুর্থ যে ব্যক্তি এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন, তিনি দিল্লির বাসিন্দা। তাঁর বিদেশ সফরের কোনও ইতিহাস নেই। দেশে প্রথম মাঙ্কিপক্সে আক্রান্ত কেরলের ব্যক্তি পুরোপুরি সুস্থ হয়েছেন বলে জানিয়েছেন সে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী।