Power Lifting Championship:স্টেট পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপএবার আগরতলায়, শুরু ৮ সেপ্টেম্বর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই।। স্টেট পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ এবার আগরতলায় অনুষ্ঠিত হচ্ছে। ৪ দিন ব্যাপী রাজ্য পাওয়ার লিফটিং প্রতিযোগিতা শুরু ৮ সেপ্টেম্বর। এবছর আসর হবে এন এস আর সি সি-‌র পাওয়ার লিফটিং হলঘরে। রবিবার রাজ্য সংস্থার কার্যকরি সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন বিবেকানন্দ ব্যায়মাগারে হয় রাজ্য সংস্থার সভা। সংস্থার সহ-সভাপতি প্রণব মজুমদারের পৌরহিত্ত হয় বৈঠক। এতে আরও কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলাস্তরে ৩০ আগস্টের মধ্যে প্রতিযোগিতা শেষ করে ১ সেপ্টেম্বরের মধ্যে জেলার বাছাইকৃত খেলোয়াড়দের নাম রাজ্য সংস্থার কাছে পাঠাতে হবে। সদ্য হায়দ্রাবাদে অনুষ্ঠিত জাতীয় প্রতিযোগিতায় পদক জয়ীদের পাশাপাশি ত্রিপুরা দলের কোচকে রাজ্য আসরে সংবর্ধনা দেওয়া হবে। এদিকে রাজ্য আসরের মেয়াদ শেষ। এদিনের সভায় আগামী চার বছরের জন্য নতুন কমিটি গঠন করার কথা ছিল। সভায় সর্বসম্মতি ক্রমে বর্তমান কমিটিকে আগামী বছরের জুন মাস পর্যন্ত বহাল রাখা হয়েছে। এদিনের সভায় রাজ্য সংস্থার সচিব নারায়ন চন্দ্র দে, সিপাহীজলা জেলার জিলা পরিষদের সহ-সভাপতি রতন দাস সহ সংস্থার কর্তারা উপস্থিত ছিলেন।