Draupadi Murmu :কমনওয়েলথ গেমসে রুপো জেতায় বিন্দারানি দেবীকে অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি মুর্মু

নয়াদিল্লি, ৩১ জুলাই ( হি.স.) : ব্রিটেনের বার্মিংহামে কমনওয়েলথ গেমসের ভারোত্তোলন প্রতিযোগিতায় রৌপ্য পদক জয়ের জন্য বিন্দারানী দেবীকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

রবিবার মুর্মু টুইট করেছেন, “কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে রৌপ্য জয়ের জন্য বিন্দ্যারানি দেবীকে অভিনন্দন। আপনি খেলাধুলায় আপনার সেরাটা দিয়ে তা প্রমাণ করেছেন। প্রত্যেক ভারতীয় আপনার সাফল্যের আনন্দ ভাগ করুক।”
বিন্দারানী দেবী বার্মিংহামে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে ২০২২ মহিলাদের ৫৫ কেজি বিভাগে রৌপ্য পদক জিতেছেন।