নয়াদিল্লি, ৩১ জুলাই ( হি.স.) : বার্মিংহামে কমনওয়েলথ গেমসে ভারোত্তোলন ইভেন্টে রৌপ্য পদক জেতার জন্য বিন্দারানি দেবীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রবিবার মোদী টুইট করেছেন, “বার্মিংহামের কমনওয়েলথ গেমসে রৌপ্য পদক জেতার জন্য বিন্দারানী দেবীকে অভিনন্দন। এই কৃতিত্ব তার অধ্যবসায়ের একটি প্রদর্শন এবং প্রত্যেক ভারতীয় এতে খুব খুশি। আমি তাদের ভবিষ্যত প্রচেষ্টার জন্য তাদের সকলের মঙ্গল কামনা করছি।
বিন্দারানী দেবী বার্মিংহামে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে ২০২২ মহিলাদের ৫৫ কেজি বিভাগে রৌপ্য পদক জিতেছেন।

