নয়াদিল্লি, ৩০ জুলাই (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে ‘সৌজন্য’ সাক্ষাৎ করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শনিবার সকালে রাষ্ট্রপতি ভবনে গিয়ে দেশের নতুন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন রাজনাথ সিং। গত ২৫ জুলাই দেশের পঞ্চদশতম রাষ্ট্রপতি পদে শপথ নিয়েছেন দ্রৌপদী মুর্মু। তারপর থেকেই কেন্দ্রীয় মন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তিবর্গরা রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করছেন।
এদিন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ছাড়াও, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকারও রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন। বেশ কিছু সময় রাষ্ট্রপতির সঙ্গে কথা বলেছেন তাঁরা।