নয়াদিল্লি, ৩০ জুলাই (হি.স.): কোভিড টিকাকরণ অভিযানের আওতায় ২০৩.৯৪-কোটির বেশি টিকাকরণ সম্পন্ন হয়েছে ভারতে। দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ৩৩ লক্ষ ৮৭ হাজার ১৭৩ জন প্রাপক, ফলে ভারতে শনিবার সকাল আটটা পর্যন্ত ২,০৩,৯৪,৩৩,৪৮০ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২৯ জুলাই সারা দিনে ভারতে ৪,০৪,৩৯৯ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৮৭,৪৮,১১,১৯৭-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ৪,০৪,৩৯৯ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০,৪০৮ জন।