নয়াদিল্লি, ৩০ জুলাই (হি. স.) : দুর্নীতি রুখতে নতুন আবগারি নীতি আনল অরবিন্দ কেজরিওয়াল সরকার। শনিবার সাংবাদিক সম্মেলনে দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া জানিয়েছেন, “দুর্নীতি বন্ধ করতে আমরা নতুন আবগারি নীতি নিয়ে এসেছি। এই নীতির আগে সরকার ৮৫০টি মদের দোকান থেকে প্রায় ৬ হাজার কোটি টাকা রাজস্ব পেত। কিন্তু, নতুন নীতির পরে আমাদের সরকার একই সংখ্যক দোকান থেকে ৯ হাজার কোটি টাকার বেশি রাজস্ব পাবে।”
এদিন বিজেপির বিরুদ্ধেও তোপ দেগেছেন সিসোদিয়া। তিনি বলেছেন, “তাঁরা (বিজেপি) দোকানদারদের ইডি এবং সিবিআই-এর অফিসারদের ভয় দেখাচ্ছে, তাঁরা চায় দিল্লিতে বৈধ মদের দোকান বন্ধ হোক এবং অবৈধ দোকান থেকে অর্থ উপার্জন করা হোক। আমরা সরকারি মদের দোকান খোলার নির্দেশ দিয়েছি।” সিসোদিয়া এদিন সাংবাদিক সম্মেলনে বলেছেন, “নতুন আবগারি নীতির মাধ্যমে বিজেপির দুর্নীতি শেষ হবে এবং বছরে ৯,৫০০ কোটি টাকা রাজস্ব আসবে। প্রাইভেট দোকানদারদের ইডি ও সিবিআই-এর ভয় দেখাচ্ছে বিজেপি, এখন দিল্লিতে ৪৬৮টি দোকান চলছে।”

