Bhagat Singh Koshyari:কোশিয়ারির মন্তব্যের নিন্দা, সুপ্রিয়া বললেন মানুষের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছেন তিনি

মুম্বই, ৩০ জুলাই (হি.স.): মহারাষ্ট্রে বিভেদ তৈরির চেষ্টা করছেন রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি। এমনই এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে। মহারাষ্ট্রের রাজ্যপালের সাম্প্রতিক ”বিতর্কিত” মন্তব্যের প্রেক্ষিতে সুপ্রিয়া সুলে বলেছেন, প্রত্যেকের সঙ্গে সমান আচরণ করা রাজ্যপালের দায়িত্ব। রাজ্যপাল জনগণের মধ্যে ক্ষোভ ও বিভেদ সৃষ্টি করছেন। সে মানুষকে আঘাত করেছে। আমি রাজ্যপালকে অপসারণের জন্য রাষ্ট্রপতির কাছে অনুরোধ করছি।”

প্রসঙ্গত, একটি অনুষ্ঠানে মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি বলেছেন, রাজ্য থেকে গুজরাটি ও রাজস্থানিরা চলে গেলে মুম্বই আর দেশের বাণিজ্যিক রাজধানী থাকবে না। রাজ্যপালের এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিলেন এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে। এদিন মুম্বইয়ে রাজ্যপালের মন্তব্যের প্রেক্ষিতে বিক্ষোভও দেখান এনসিপি কর্মীরা।