Uddhav Thackeray:ভগৎ সিং কোশিয়ারির রাজ্যপালের পদকে সম্মান করা উচিত: উদ্ধব ঠাকরে

মুম্বই, ৩০ জুলাই ( হি.স.) : ভগত সিং কোশিয়ারির রাজ্যপালের পদকে সম্মান করা উচিত। মুম্বই সম্পর্কিত বিবৃতিতে দেশের হিন্দুদের বিভক্ত করা হয়েছে বলে বর্ণনা করে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শিবসেনা সভাপতি উদ্ধব ঠাকরে শনিবার রাজ্যপালকে ক্ষমা চাওয়ার দাবি করেছেন।

শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের জনগণকে সম্বোধন করে উদ্ধব ঠাকরে বলেন, গত তিন বছরে তাঁর বক্তব্য এবং ক্যামেরার সামনে তাঁর কিছু দৃশ্য দেখার পরে প্রশ্ন উঠেছে কেন এমন লোক মহারাষ্ট্রের ভাগ্যে এসেছে। . তিনি রাজ্যপালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে তিনি বলেন, রাজ্যপালের আড়ালে কারা রাজনীতি করছে, তা শিগগিরই সামনে চলে আসবে। উদ্ধব ঠাকরে বলেন, রাজ্যপাল কেন্দ্রীয় সরকারের ভাষায় কথা বলছেন। কেন্দ্রকে দেশের আর্থিক রাজধানী দখল করতে হবে। আসন্ন নির্বাচনে ভোটের মেরুকরণের জন্য রাজ্যপালের মতো পদে অধিষ্ঠিত একজন ব্যক্তি মহারাষ্ট্র বিরোধী বক্তব্য দিচ্ছেন। তাকে অবিলম্বে মহারাষ্ট্র থেকে সরিয়ে দেওয়া উচিত।
উদ্ধব ঠাকরে বলেন, আমি যখন মুখ্যমন্ত্রী ছিলাম, লকডাউনের সময় মানুষ প্রাণ হারাচ্ছিল। তখন গভর্নর সব ধর্মের উপাসনালয় খুলে দেওয়ার জন্য তাড়াহুড়ো করেন। বিষয়টি উপেক্ষা করে রাজ্যপালকে চিঠি দিয়েছি। একইভাবে, রাজ্যপাল সাবিত্রীবাই ফুলকে নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছিলেন। মহারাষ্ট্রে থাকতে গিয়ে ফের মহারাষ্ট্রে বসবাসরত মারাঠিদের অপমান করেছেন রাজ্যপাল।

প্রসঙ্গত, শুক্রবার মুম্বইতে এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি বলেন, গুজরাট, মারোয়ারিরা যদি মুম্বই থেকে সরে যায় তবে এখানে কোনও অর্থ থাকবে না। মুম্বই আর দেশের আর্থিক রাজধানী হবে না। রাজ্যপালের এই বক্তব্যে উদ্ধব ঠাকরে বলেন, মহারাষ্ট্র এভাবে মুম্বই পায়নি। ১০৬ জনের শহিদ হওয়ার পর মুম্বই পাওয়া গেছে এবং মারাঠিভাষীসহ প্রত্যেকেই মুম্বইয়ের উন্নয়নে অবদান রেখেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *