জোলাইবাড়িতে প্রতিবেশীর দ্বারা অত্যাচারিত এক পরিবার

শান্তিরবাজার, ২৬ জুলাই৷৷ স্থানীয় নেতৃত্ব ও প্রসাশনকে জানিয়েও সঠিক বিচার না পাওয়ায় সুষ্ঠ বিচারের আশায় সংবাদমাধ্যমের দারস্থ হলেন জোলাইবাড়ির এক ব্যক্তি৷  জানা যায়, শান্তির বাজার মহকুমার অন্তর্গত পশ্চিম জোলাইবাড়ির আশ্রম পাড়ার বাসিন্দা খোকন মজুমদার উনার পাশ্ববর্তী বাড়ির সদস্য রন্জু দে এর পরিবারের দ্বারা নানানভাবে আক্রান্ত হচ্ছেন, এমনটাই অভিযোগ৷  

বিগতদিনে জায়গার বিবাদে আক্রান্ত হতে হয়েছিলো খোকন মজুমদারকে৷  এ নিয়ে বাইখোড়া থানায় মামলা দায়ের করেও কোনোপ্রকার ন্যায় বিচার পাননি খোকন মজুমদার৷  খোকন মজুমাদার সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে উনার উপর এবং উনার পরিবারের উপর অত্যাচারের বিববণ তুলে ধরেন৷  পাশ্ববর্তী বাড়ির বাসিন্দার রাবার গাছের জন্য ও মুরগীর ফার্মের জন্য খোকন মজুমদারের পরিবারের লোকজন বিশেষ অসুবিধার সন্মুখিন হতে হচ্ছে৷

এইবিষয়ে খোকন মজুমদার ও উনার পরিবারের লোকজন প্রসাশনের দারস্থ হয়েও কাজের কাজ কিছুই না হওয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট সুবিচার চেয়ে সংবাদমাধ্যমের দারস্ত হন তিনি৷  প্রশাসনের তরফে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশা ব্যক্ত করেছেন তিনি৷ অন্যথায় বৃহত্তর আন্দোলনে শামিল হওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *