নয়াদিল্লি, ২৬ জুলাই (হি. স.) : অনলাইনে শুরু হল ৫জি স্পেকট্রাম নিলাম প্রক্রিয়া। এই লড়াইয়ে আছে রিলায়েন্স জিও, ভারতী এয়ারটেল, ভোডাফোন ও আদানি গ্রুপ। দেশজুড়ে ৫জি নেটওয়ার্ক শুরু করার আগে নিয়ম মেনে স্পেকট্রাম নিলাম করছে সরকার। নরেন্দ্র মোদী সরকারের লক্ষ্য হল, আগামী ১৫ অগাস্টের মধ্যে ৫জি পরিষেবা শুরু করার।
সরকারের এই পদক্ষেপের মূল লক্ষ্য হল দেশজুড়ে ডিজিটাল কানেক্টিভিটি আরও বাড়ানো। ২০ বছরের বৈধতা-সহ মোট ৭২০৯৭.৮৫ মেগাহার্টজ স্পেকট্রাম জুলাইয়ের শেষে নিলাম হচ্ছে বলে জানা গিয়েছে। আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি এদিন বলেছেন, “আমাদের ব্যবসা থেকে আমরা যে ইঙ্গিতগুলি দেখতে পাচ্ছি, আমি আত্মবিশ্বাসী বোধ করছি যে, চলতি বছরে ভারতের অনুমিত জিডিপি বৃদ্ধির ৮ শতাংশ অর্জনযোগ্য।”