কলম্বো, ২৫ জুলাই (হি.স.): কিছু দিন আগে পর্যন্ত গণবিক্ষোভের আগুনে জ্বলছিল দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা, প্রতিবাদের সুনামি আছড়ে পড়ার পর শ্রীলঙ্কায় থমথমে পরিস্থিতি ছিল। প্রতিবাদ, বিক্ষোভ চরমে ওঠার পর আন্দোলনকারীরা প্রেসিডেন্টের বাসভবনের দখল নিয়েছিল। প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকে পড়ে। কিন্তু গোতাবায়া রাজাপাক্সে প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেওয়ার পর আন্দোলনের ঝাঁঝ কমেছে।
প্রতিবাদের ঝড় কিছুটা থামতেই শ্রীলঙ্কায় খুলল প্রেসিডেন্টের অফিস। সোমবার কড়া নিরাপত্তায় খুলল দেশের রাজধানী কলম্বোয় প্রেসিডেন্টের অফিস। কয়েকদিন আগেই শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হন রনিল বিক্রমাসিঙ্ঘে। তিনি দেশের অর্থনীতি চাঙ্গা করার জন্য কিছু সময় চেয়েছন। এদিন সকালে কলম্বোর রাস্তাঘাট ছিল শুনশান। কাজে যোগ দিতে দেখা যায় মানুষজনকে।