Covid 19:মহারাষ্ট্রে করোনার আক্রান্তের সংখ্যা ২৩৩৬, পাঁচজনের মৃত্যু

মুম্বই, ২৪ জুলাই ( হি.স.) : গত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে নতুন করে করোনভাইরাসের সংক্রমণের সংখ্যা ২৩৩৬ জন হয়েছে এবং পাঁচজন প্রাণ হারিয়েছেন বলে জানা গিয়েছে।

রবিবার স্বাস্থ্য দফতরের জারি করা একটি বুলেটিনে বলা হয়েছে, রাজ্যে এখনও পর্যন্ত ৮০,৩২,২৪৬ জন কোভিড -১৯-এ আক্রান্ত হয়েছেন এবং এর কারণে ১,৪৮,০৫৬ জন প্রাণ হারিয়েছেন।
ইতিমধ্যে, এই সময়ের মধ্যে ২,৩১১জন মহামারী থেকে সুস্থ হয়েছেন। এরফলে রাজ্যে মোট সুস্থ হওয়া মানুষের সংখ্যা বেড়ে ৭৮,৬৯,৫৯১ হয়েছে। রাজ্যের পুনরুদ্ধারের হার বর্তমানে ৯৭.৯৭ শতাংশ এবং মৃত্যুর হার ১.৮৪ শতাংশে দাঁড়িয়েছে। স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়, বর্তমানে ১৪ হাজার ৫৯৯ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।