নয়াদিল্লি, ২৪ জুলাই ( হি.স.) : ‘কারগিল বিজয় দিবস’ উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে রবিবার জম্মু ও কাশ্মীর সফরে যাচ্ছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শনিবার রাজনাথ সিং টুইট করে জানিয়েছেন, “আগামীকাল, ২৪ জুলাই, আমি ‘কারগিল বিজয় দিবস’ স্মরণে একটি অনুষ্ঠানে যোগ দিতে জম্মু সফর করব। এটির জন্য অপেক্ষা করছি।” রাজনাথ সিং এদিন আরএসএস সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবলের সঙ্গে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে তিনি জম্মু বিশ্ববিদ্যালয়ের কাছে গুলশান মাঠে একটি সমাবেশে ভাষণ দেবেন।
ভারতীয় সেনাবাহিনী কার্গিল যুদ্ধের স্মৃতিসৌধে ২৩ তম কার্গিল বিজয় দিবসের স্মারক অনুষ্ঠানের জন্যও প্রস্তুতি নিচ্ছে।
এদিকে কার্গিল ওয়ার মেমোরিয়ালে তিন দিনব্যাপী অনুষ্ঠানের প্রস্তুতিও চলছে। এলাকায় বেশ কয়েকটি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যেখানে সেনাবাহিনী ও অসামরিক প্রশাসনের ব্যক্তিরা এবং বীরত্ব পুরষ্কারপ্রাপ্তরা এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন।

