স্পোকেন ইংলিশ কর্মসূচির সূচনা করছে দিল্লি সরকার, কেজরিওয়াল বললেন চাকরির সম্ভাবনা বাড়বে

নয়াদিল্লি, ২৩ জুলাই (হি.স.): তরুণ প্রজন্মের জন্য স্পোকেন ইংলিশ কর্মসূচির সূচনা করছে দিল্লি সরকার। শনিবার স্পোকেন ইংলিশ কর্মসূচির কথা ঘোষণা করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, দিল্লি স্কিল অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ইউনিভার্সিটি এই কোর্সটি পরিচালনা করবে। এই কর্মসূচি ব্যক্তিত্ব বিকাশে সহায়তা করার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের চাকরি পাওয়ার সম্ভাবনাকেও উন্নত করবে।

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এদিন জানিয়েছেন, প্রথম পর্যায়ে আমরা দিল্লি জুড়ে ৫০টি কেন্দ্রে এক বছরে প্রায় ১ লক্ষ শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেব। পরবর্তীকালে, এটি সম্প্রসারিত করা হবে। ১৮-৩৫ বছর বয়সীরা এই ৩-৪ মাসব্যাপী কোর্সে নথিভুক্ত হতে পারবেন। কেজরিওয়াল আরও বলেছেন, সময় নমনীয় হবে এবং সম্পূর্ণ বিনামূল্যে। তবে, ৯৫০ টাকা একটি নিরাপত্তা আমানত হিসাবে রাখা হবে যা কোর্সটি সফলভাবে শেষ করার পরে ফেরত দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *