ওরেগন, ২২ জুলাই ( হি.স.) : বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মহিলাদের ২০০ মিটার দৌড়ে ২১.৪৫ সেকেন্ডের রেকর্ড করে স্বর্ণপদক জিতেছেন জ্যামাইকার শেরিকা জ্যাকসন। ফ্লোরেন্স গ্রিফিথসের পরে ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সময়। জ্যাকসন অলিম্পিক এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার, ২০০ মিটার, ৪০০ মিটার এবং ৪x১০০মিটার এবং ৪x৪০০ মিটার রিলেতে পদক জিতেছেন।
১০০ মিটার চ্যাম্পিয়ন জ্যামাইকার শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস ২১.৮১ সেকেন্ডে রৌপ্য পদক পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন। আর গ্রেট ব্রিটেনের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ডিনা উশার-স্মিথকে ব্রোঞ্জ অর্জন করেন।