আগরতলা, ২২ জুলাই (হি. স.) : ত্রিপুরায় কোভিড পরিস্থিতির উপর কঠোর নজরদারি রাখতে স্বাস্থ্য দফতরকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা। রাজ্যের সার্বিক স্বাস্থ্য পরিষেবা নিয়ে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার সভাপতিত্বে এক ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে তিনি এবিষয়ে নির্দেশ দিয়েছেন। এদিনের ভার্চুয়াল সভায় স্বাস্থ্য দপ্তরের চারটি ডাইরেক্টরেটের বর্তমান কাজকর্মের সাফল্য, অগ্রগতি, ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা ও বিভিন্ন নতুন উদ্যোগ নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে। স্বাস্থ্য সচিব দপ্তরের চলতি কর্মসূচি সমূহের বিস্তারিত তথ্য তুলে ধরেছেন।
ভার্চুয়াল সভায় মুখ্যমন্ত্রী ডাঃ সাহা স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রটিকে অগ্রাধিকার দিয়ে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রকল্পগুলির দ্রুত রূপায়ণ এবং যেসব ক্ষেত্রে ঘাটতি রয়েছে তা নির্দিষ্ট সময়সীমার মধ্যে শেষ করতে দপ্তরের আধিকারিকদের পরামর্শ দেন। ত্রিপুরায় সাম্প্রতিক কোভিড পরিস্থিতির উপর নিয়মিত নজরদারী রাখতে এবং পরিস্থিতি অনুযায়ী দ্রুত ব্যবস্থা নিতে তিনি দপ্তরকে নির্দেশ দেন। এ বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতেও মুখ্যমন্ত্রী বিশেষ গুরুত্ব আরোপ করেন।
এদিন মুখ্যমন্ত্রী ত্রিপুরার বিভিন্ন জেলা হাসপাতাল, মহকুমা হাসপাতালগুলিতে বিশেষজ্ঞ চিকিৎসা পরিষেবা বাড়ানোর জন্য প্রয়োজনীয় রূপরেখা তৈরি করে পদক্ষেপ গ্রহণের জন্যও পরামর্শ দিয়েছেন। স্বাস্থ্য পরিষেবার বিভিন্নস্তরের ক্ষেত্রগুলিতে পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশি রোগীদের উন্নত পরিষেবার বিষয়টিও নজরে রাখতে মুখ্যমন্ত্রী গুরুত্ব আরোপ করেন।এছাড়াও স্বাস্থ্য দপ্তরে নতুন নিয়োগ, আধুনিক যন্ত্রপাতির ব্যবহার, কোভিড টিকাকরণ ইত্যাদি বিষয়ে সভায় অগ্রাধিকারের সাথে আলোচিত হয়েছে। বৈঠকে মুখ্যসচিব জে কে সিনহা, স্বাস্থ্য সচিব ড. দেবাশিস বসু সহ দপ্তরের অধিকর্তা এবং অন্যান্য পদস্থ অধিকারিকগণ উপস্থিত ছিলেন।