নয়াদিল্লি, ২২ জুলাই ( হি.স.) : উদ্ধার অভিযানে পর্বত প্রশিক্ষিত বাহিনী বিশেষজ্ঞ- ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ (আইটিবিপি) অমরনাথ যাত্রা-২০২২-এর নিরাপত্তা দায়িত্ব পালনের পাশাপাশি উচ্চ উচ্চতার স্থানে অভাবী যাত্রীদের ক্রমাগত অক্সিজেন সহায়তা প্রদান করছে।
আইটিবিপি মুখপাত্র বিবেক পান্ডে শুক্রবার বলেন, আইটিবিপি কর্মীরা শেষনাগের কাছে তীর্থযাত্রীদের অক্সিজেন সরবরাহ করেছিলেন। যাত্রা শুরুর পর থেকে এখন পর্যন্ত দুই হাজারেরও বেশি মানুষকে অক্সিজেন দিয়েছে আইটিবিপি। একই সময়ে, এখন পর্যন্ত ২.২০ লক্ষেরও বেশি মানুষ অমরনাথ পরিদর্শন করেছেন।
প্রসঙ্গত, অমরনাথ গুহার কাছে আকস্মিক মেঘ ভাঙা বৃষ্টিতে বন্যায় ১৫ জনের মৃত্যু হয়েছে। যদিও অনেকে আহত হয়েছেন। এই প্রাকৃতিক দুর্যোগের পরে, সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ), কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স এবং আইটিবিপি-এর দলগুলি ত্রাণ ও উদ্ধার কাজে নিয়োজিত ছিল।