ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই।। আবারও ওয়াক ওভার। এবার ওয়াকওভার পেলো তুলসীরাম পাড়া। কিল্লায় পিত্রাকামি সুপার কাপ ফুটবল প্রতিযোগিতায়। খেলা হচ্ছে পিত্রাকামি স্কুল মাঠে। আসরের উদ্যোক্তা হোলি অ্যাসোসিয়েশন (পিত্রা কামি ক্লাব)। বৃহস্পতিবার বরাকপ্লা এর মুখোমুখি হওয়ার কথা ছিলো তুলসীরাম পাড়ার। বরাকপ্লার কাছে ম্যাচটি ছিলো নিয়ম রক্ষার। কারন ওই দলটি আগেই ছিটকে গিয়েছিলো আসর থেকে। অপরদিকে তুলসীরাম পাড়ার শেষ আটে নিশ্চিত হয়ে গিয়েছিলো। রেফারি পুষ্প সাধন জমাতিয়া নির্ধারিত সময়ে দীর্ঘক্ষণ মাঠে উপস্থিত থাকলেও বরাকপ্লার ফুটবলাররা মাঠমুখো হননি। দীর্ঘক্ষণ অপেক্ষা করে মাঠে ছাড়েন রেফারিরা। প্রসঙ্গত: আসরের চ্যাম্পিয়ন এবং রানার্স দল সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ পাবে যথাক্রমে ৫০ এবং ৩০ হাজার টাকা। এছাড়া থাকছে বেশ কিছু আকর্ষনীয় পুরস্কার।
2022-07-21