কলম্বো, ২১ জুলাই (হি.স.): শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন রনিল বিক্ৰমাসিঙ্ঘে। বৃহস্পতিবার সকালে শ্রীলঙ্কার নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন বিক্ৰমাসিঙ্ঘে। বুধবার এমপি-দের গোপন ব্যালটে নথিভুক্ত ২২৩টি ভোটের মধ্যে ১৩৪টি ভোট পেয়ে জয়ী হন রনিল বিক্রমাসিঙ্ঘে। কড়া নিরাপত্তা মধ্যে ভোটগ্রহণের পর অধ্যক্ষ নতুন রাষ্ট্রপতি হিসেবে রনিলের নাম ঘোষণা করেন।
প্রাক্তন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্সে দল এসএলপিপি-র ভরসায় প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়িয়েছিলেন রনিল। আবার সেই এসএলপিপি-রই বিদ্রোহী নেতা ডালাস আলাহাপ্পেরুমা ছিলেন তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী। প্রধান বিরোধী দল এসজেবি-র নেতা সাজিথ প্রেমদাসা শেষ মুহূর্তে প্রেসিডেন্টের দৌড় থেকে সরে দাঁড়িয়ে ডালাসের সঙ্গে চুক্তি করেছিলেন। ডালাস জিতলে তিনি সাজিথকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিতেন। এখন অবশ্য প্রধানমন্ত্রী বাছবেন রনিল। সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে এসএলপিপি নেতা দীনেশ গুণবর্ধনের নাম শোনা যাচ্ছে।
রনিলের সামনে এখন অনেক চ্যালেঞ্জ। তাঁকে এই মুহূর্তে জনপ্রিয় নেতা বলতে নারাজ শ্রীলঙ্কার জনগণ। রনিলকে কার্যনির্বাহী প্রেসিডেন্ট মনোনীত করেছিলেন গোতাবায়া। অনেকেই তা নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেছিলেন, আদতে গোতাবায়াই নেপথ্যে কলকাঠি নাড়বেন। এদিকে, দ্বীপরাষ্ট্রে মানুষের মধ্যে ক্ষোভ কমছেই না। দেশে কাজ নেই তাই যুব সমাজ শ্রীলঙ্কা ছেড়ে সৌদি আরব যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কলম্বোর পাসপোর্ট সুবিধাকেন্দ্রে যুব সমাজের একটা অংশের ভিড় লক্ষ্য করা গিয়েছে।