ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই।। প্রশিক্ষণরত মহিলা ক্রিকেটারদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গুরুত্বপূর্ণ বৈঠক-ই হয়েছে আজ। রাজ্যের সিনিয়র, জুনিয়র মহিলা ক্রিকেটারদের নিয়ে, বৃহস্পতিবার দুপুরে। গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন টি সি এ-র প্রতিনিধিরা। এমবিবি স্টেডিয়ামের ক্লাব হাউসে সকল মহিলা ক্রিকেটাররা উপস্থিত ছিলেন। বৈঠকে টি সি এ-র ভারপ্রাপ্ত সচিব কিশোর কুমার দাস সহ টুর্নামেন্ট এডভাইসারি কমিটির দুইজন প্রতিনিধিও ছিলেন। তারা হলেন জয়ন্ত দে এবং উত্তম চৌধুরী। এমবিবি স্টেডিয়ামে একনাগাড়ে ট্রেনিং ক্যাম্প চলছে অনুর্ধ্ব ১৯, ২০ এবং ২৩ মহিলা ক্রিকেটারদের। প্র্যাকটিস কি রকম হচ্ছে, কারোর কোনো অসুবিধে আছে কিনা, সব কিছুই ভারপ্রাপ্ত সচিব কিশোর কুমার দাস আলোচনা করে নিলেন সবার সঙ্গে।
2022-07-21