সোনিয়া গান্ধীকে ইডি কার্যালয়ে তলবের প্রতিবাদে ত্রিপুরায় কংগ্রেসের বিক্ষোভ

আগরতলা, ২১ জুলাই (হি. স.) : কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে ইডি অফিসে তলবের প্রতিবাদে সাড়া দেশের সাথে ত্রিপুরায় দলীয় নেতা কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেছেন। এদিন ইডি অফিসের সামনে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিত সিনহা, বিধায়ক সুদীপ রায় বর্মণ সহ কংগ্রেস নেতৃবৃন্দ বিক্ষোভে সামিল হয়েছেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার ফের ত্রিপুরায় ইডি দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। সোনিয়া গান্ধীকে দিল্লিতে ইডি দপ্তরে তলব করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে দেশজুড়ে বিক্ষোভ প্রদর্শন করছে কংগ্রেস নেতাকর্মীরা। রাজ্যেও এর  ব্যতিক্রম হয়নি।

এদিন বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, রাজনৈতিক প্রতিহিংসা মেটাতে ভারতের সর্বোচ্চ তদন্তকারী সংস্থাকে ব্যবহার করছে বিজেপি সরকার। এই কারনেই সোনিয়া গান্ধীকে ইডি তলব করেছে। এরই প্রতিবাদে এদিন ইডি দফতরের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে।

তিনি বলেন, কংগ্রেস অতীতের মতো বর্তমানে দেশের স্বার্থে কাজ করে চলেছে। কিন্তু বিজেপি  দেশবাসীর উপর শুধুমাত্র ফ্যাসিস্ট সুলভ আক্রমণ করতে হিটলারকে অনুসরণ করে চলেছে। সরকারের এ ধরনের কার্যকলাপের ধিক্কার জানায় কংগ্রেস।

তাঁর দাবি, কংগ্রেস সত্যের লড়াই লড়বে। এধরনের মিথ্যা ষড়যন্ত্রে ভয় পাবেনা। বিজেপি এ ধরনের মিথ্যা মামলায় কংগ্রেসের নেতৃত্বদের ফাসিয়ে মূল আদর্শ এবং সঠিক দিশা থেকে নজর সরাতে পারবেনা বলে জানান সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদিকা জারিতা লাইফ্রাং। তাঁর দাবি, সোনিয়াকে গান্ধীকে এভাবে হেনস্থা করা দেশবাসী মেনে নেবে না।

প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিত সিনহার দাবি, বিজেপিকে পরাজিত করতে মানুষ একজোট হচ্ছেন। এদিন বিক্ষোভের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুত্তুলিকা পুড়িয়ে প্রতিবাদ জানিয়েছেন কংগ্রেস কর্মীরা।এদিকে আগামীকাল ২২ জুলাই পুনরায় রাজ্যের প্রত্যেকটি জেলার জেলা অফিসে সকাল ১১ টা থেকে বিকেল তিনটে পর্যন্ত গন অবস্থান করা হবে বলেও জানিয়েছেন নেতৃত্বরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *