Football :পূর্বোত্তর প্রাইজমানি ফুটবল শেষে রাজ্যে ফিরলেন ত্রিপুরার খেলোয়াড়রা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই।।রাজ্যে ফিরলেন দিপালীর নেতৃত্বাধীন পুরো মহিলা ফুটবল টিম। পূর্বোত্তর প্রাইজমানি ফুটবল আসর শেষে ত্রিপুরার মহিলা ফুটবলাররা রাজ্যে ফিরেছেন। আমন্ত্রণ মূলক পূর্বোত্তর প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের আসর অনুষ্ঠিত হয়েছিল মণিপুরে। মোটকথা, রাজ্যে ফিরলেন দিপালী হালাম-‌রা। মনিপুর থেকে। ওই রাজ্যে অনুষ্ঠিত হয়েছিলো পূর্বোত্তর আমন্ত্রণমূলক প্রাইজমানি বালিকাদের ফুটবল প্রতিযোগিতা। আসরে ৭ ম্যাচ খেলে সর্বসাকুল্যে তিন পয়েন্ট পেয়েছিল টিম ত্রিপুরা। পয়েন্ট ভাগ করেছে মেঘালয়, নাগাল্যান্ড অবং মিজোরামের সঙ্গে। চার ম্যাচে পরাজয়ের স্মৃতি সঞ্চয় হয়েছে। অ্যাস্টোটার্ফে না খেলার অভিজ্ঞতার জন্যই দলের ওই জঘন্য পারফরম্যান্স বলে মনে করছেন কোচ সুজিত ঘোষ। পাশাপাশি সুযোগ নষ্টের খেসারত দিতে হয়েছে দলকে। নতুবা অন্ততঃ ৩টি ম্যাচে জয় পেতে পারতো ত্রিপুরার মেয়েরা। বিশেষ করে নাগাল্যান্ড এবং মিজোরাম ম্যাচে ত্রিপুরার জয় পাওয়ার প্রত্যাশা ছিল। মাত্র কয়েকদিনের অনুশীলন করে এসব বড় আসরে সাফল্য পাওয়া সম্ভব নয়, তাও হারে হারে টের পেলেন রাজ্য ফুটবল সংস্থার কর্মকর্তারা। রাজ্য সংস্থার পক্ষে মনোজ দেব বলেন, “কমকরে একমাসের প্রস্তুতি না নিয়ে এসব আসরে অংশ নেওয়া উচিত নয়। আগামী দিনে অবশ্যই আগে থেকে বিষয়গুলো ভেবে পদক্ষেপ নিতে হবে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *