সংসদে শান্তি ফিরছেই না, দিনের মতো মুলতুবি উভয়কক্ষের অধিবেশন

নয়াদিল্লি, ২০ জুলাই (হি.স.): শান্তি ফিরছেই না সংসদে, বাদল অধিবেশনের তৃতীয় দিনও মুদ্রাস্ফীতি ও মূল্যবৃদ্ধি ইস্যুতে বিক্ষোভ দেখালেন কংগ্রেস, ডিএমকে-সহ বিরোধী দলের সাংসদরা। ফলস্বরূপ সংসদের উভয়কক্ষের অধিবেশন প্রথমে দুপুর দু’টো, তারপর দফায় দফায় মুলতুবি করে দেওয়া হয়, এরপর অধিবেশন শুরু হলেও বিক্ষোভ-স্লোগান চলতে থাকে। তাই উভয়কক্ষের অধিবেশন বৃহস্পতিবার বেলা এগারোটা অবধি মুলতুবি করে দেওয়া হয়েছে।

বুধবার সকালে প্রথমে সংসদ চত্বরে গান্ধীমূর্তির পাদদেশে মুদ্রাস্ফীতি ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে স্লোগান দিতে থাকেন বিরোধী দলের সাংসদরা। বিরোধীদের সেই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, অধীর রঞ্জন চৌধুরী, ডিএমকে-র কানিমোঝি প্রমুখ। শুধু সংসদের বাইরেই নয়, এদিন লোকসভা ও রাজ্যসভাতেও মুদ্রাস্ফীতি ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দেখান বিরোধীরা। তুমুল হইহট্টগোলের কারণে দুপুর দু’টো অবধি লোকসভা ও রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। লোকসভার স্পিকার ওম বিড়লা এদিন বলেছেন, যাঁরা স্লোগানে লিপ্ত সেই সমস্ত সদস্যদের আমি বলতে চাই, আপনারা আলোচনায় অংশ নিন। জনগণ চায় সংসদ কাজ করুক। কিন্তু, বিরোধীরা স্পিকারের কথায় কর্ণপাত করেননি। চলতে থাকে স্লোগান, তাই দু’টো অবধি লোকসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। একই পরিস্থিতি দেখা যায় রাজ্যসভাতেও। পরে দুপুর দু’টোর পরও স্লোগান ও বিক্ষোভ চলতে থাকে তাই উভয়কক্ষের অধিবেশন দফায় দফায় মুলতুবি করে দেওয়া হয়, শেষমেশ বৃহস্পতিবার বেলা এগারোটা অবধি মুলতুবি করে দেওয়া হয়েছে।

কংগ্রেস-সহ বিভিন্ন বিরোধী দলের সাংসদদের আচরণে এদিনও অসন্তোষ প্রকাশ করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। পরপর তিন দিন সংসদের নিম্নকক্ষের ভিতরে হইহট্টগোল করার জন্য বুধবার ক্ষোভপ্রকাশ করে বিড়লা বলেছেন, যে সমস্ত সাংসদরা হাঙ্গামা করছেন, তাঁরা সংসদের গরিমা নষ্ট করছেন। গত সোমবার থেকে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন। প্রথম দিন থেকেই মূল্যবৃদ্ধি, জিএসটি-র হার বৃদ্ধি, মূল্যস্ফীতি প্রভৃতি ইস্যুতে বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধী সাংসদরা। বুধবার তৃতীয় দিন চলতে থাকে স্লোগান ও হইহট্টগোল। কিন্তু, হাঙ্গামার নিন্দা করে বিড়লা বলেছেন, যে সমস্ত সাংসদরা হাঙ্গামা করছেন, তাঁরা সংসদের গরিমা নষ্ট করছেন। তিনি সমস্ত সাংসদকে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান। বলেন, সংসদে কাজ হোক সেটাই চাইছে দেশ।

এদিকে, কংগ্রেস-সহ বিরোধীদের এদিন তিরস্কার করেছেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী। বুধবার সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেছেন, কংগ্রেস বলছে মূল্যবৃদ্ধি ইস্যুতে সংসদে আলোচনার জন্য তাঁরা দাবি জানাচ্ছে, সরকার তো আলোচনার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। আমি তাঁদের জানাতে চাই সরকার আলোচনার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। প্রসঙ্গত, মূল্যবৃদ্ধি, জিএসটি হার বৃদ্ধি-সহ নানা ইস্যুতে সংসদে হইহট্টগোল করছে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। ফলে বিঘ্নিত হচ্ছে সদনের কাজকর্ম। এমতাবস্থায় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী বললেন, আমরা সর্বদা আলোচনার জন্য প্রস্তুত রয়েছি, কংগ্রেস আসলে গঠনমূলক আলোচনায় আগ্রহী নয়, সদনের কাজকর্মে বিঘ্ন ঘটাতেই তাঁরা আগ্রহী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *