Ranil Wickremesingh: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচিত রনিল বিক্রমাসিঙ্ঘে, বললেন খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে দেশ

কলম্বো, ২০ জুলাই (হি. স.): নতুন প্রেসিডেন্টকে বেছে নিল দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা, বুধবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রনিল বিক্রমাসিঙ্ঘে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর রনিল বিক্রমাসিঙ্ঘে বলেছেন, অত্যন্ত খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে দেশ। আমাদের সামনের অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে।

বুধবার সকাল থেকে শ্রীলঙ্কার সংসদে শুরু হয় প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোটগ্রহণ। ভোট দেন পার্লামেন্টের সদস্যেরা। তামিল ন্যাশনাল পিপলস ফ্রন্টের (টিএনএফপি) সাধারণ সম্পাদক ও সাংসদ সেলভারাসা গজেন্দ্রন ভোটদানে বিরত থাকেন, রনিল বিক্রমাসিঙ্ঘে নিজেও ভোট দেন। ভোটগ্রহণের পর ফল ঘোষণা করা হয়েছে এদিনই, প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার ৬-বারের প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিঙ্ঘে।
উল্লেখ্য, গত সপ্তাহেই দেশ ছেড়ে পালিয়ে যান রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাক্সে, সিঙ্গাপুর পৌঁছে তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। রাষ্ট্রপতি নির্বাচনে সবার আগে ছিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিঙ্ঘে। তবে বিক্ষোভকারীরা তাঁকে রাজাপাক্সের মিত্র হিসাবেই দেখেন। প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে এদিন সকাল থেকেই শ্রীলঙ্কার সংসদের বাইরে মোতায়েন ছিল বিশাল সংখ্যক সুরক্ষা বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *