গুয়াহাটি / ডিব্রুগড় (অসম), ২০ জুলাই (হি.স.) : গুরুতরভাবে আহত অসমিয়া যুবপ্রজন্মের হার্টথ্রব বিশিষ্ট সংগীত-তারকা, চিত্রপরিচালক, প্রযোজক জুবিন গাৰ্গকে গুয়াহাটি নিয়ে আসা হয়েছে। আজ বুধবার বিকেল ৩.৩০ মিনিটে তাঁকে নিয়ে গুয়াহাটির গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে সার্ক অ্যাভিয়েশনের এয়ার অ্যাম্বুলেন্স। এখানে আয়ুরসুন্দ্রা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে জুবিনকে।
এদিন সকালে জুবিনের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে ডিব্রুগড়ের জেলাশাসককে নিৰ্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা। পরবর্তীতে তাঁরই নির্দেশে জুবিনকে সার্ক অ্যাভিয়েশনের এয়ার অ্যাম্বুলেন্সে করে গুয়াহাটি নিয়ে আসা হয়েছে। প্রখ্যাত সংগীতশিল্পী জুবিনের আশু আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী। ডিব্রুগড়ের জেলাশাসকের উদ্ধৃতি দিয়ে মুখ্যমন্ত্রী জানান, জুবিনের স্বাস্থ্য এখন স্থিতিশীল। তবে তাঁর পরিবার চাইলে তাঁকে দিল্লি কিংবা যেখানে তাঁরা চান সেখানে পাঠানোর ব্যবস্থা করা হবে।
ঘটনা মঙ্গলবার রাতে ডিব্রুগড়ের মনোহারি রিজর্টে সংঘটিত হয়েছে। জুবিনের জনৈক সঙ্গী জানান, বাথরুমে গিয়ে অসাবধানতাবশত পড়ে গিয়েছিলেন তিনি। কিছুক্ষণ পর বাথরুমে গিয়ে তাঁকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করেন। মাথা থেকে প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছিল। সঙ্গে সঙ্গে জুবিন গাৰ্গকে নিয়ে যাওয়া হয় ডিব্ৰুগড়ের আসাম মেডিক্যাল কলেজ হাসপাতালে। আজ সকালে স্বাস্থ্যের অবনতি হলে তাঁকে নিয়ে যাওয়া হয় বেসরকারি সঞ্জীবনী হাসপাতালে। ওই হাসপাতালের আইসিএউতে তাঁর চিকিৎসা চলছিল, জানান জুবিনের সঙ্গীটি।
এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, সংগীতশিল্পী জুবিন গার্গ সংকটমুক্ত। তবে ২৪ ঘণ্টা তাঁকে অবজার্ভেশনে রাখা হবে, জানিয়েছেন কর্তব্যরত বিশেষজ্ঞ চিকিৎসক। ইতিমধ্যে তাঁর সিটিস্ক্যানও সম্পন্ন হয়েছে, জানিয়েছেন ডাক্তার।
অন্যদিকে জুবিন গাৰ্গ যাতে যাবতীয় উন্নতমানের চিকিৎসা পান, তা সুনিশ্চিত করতে ডিব্রুগড়ের জেলাশাসককে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মা৷ মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে জেলাশাসক সশরীরে ডিব্রুগড়ের হাসপাতালে গিয়ে তাঁর চিকিৎসা সম্পর্কিত খোঁজখবর নিয়েছেন৷ এছাড়া তাঁদের হার্টথ্রবের অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে অসংখ্য অনুরাগী ভিড় জমিয়েছিলেন৷ হাসপাতালে তাঁকে দেখে এসেছেন জ্যোতি চিক্রবনের চেয়ারম্যান, অসম জাতীয় পরিষদের সভাপতি লুরিনজ্যোতি গগৈ সহ বহু বিশিষ্টজন৷
এদিকে গুয়াহাটি বিমানবন্দরে আহত জুবিন গার্গকে নিয়ে আসতে যান তাঁর পত্নী গরিমা এবং অসংখ্য অনুরাগী৷ এদিন সকালে মন্দিরে গিয়ে স্বামীর আরোগ্য কামনায় পুজো দিয়েছেন উদ্বিগ্ন গরিমা গার্গ৷ এছাড়া রাজ্যের বিভিন্ন প্রান্তেও জুবিনের আসু আরোগ্য কামনা করে ঈশ্বরের কাছে প্রার্থনা, পুজো, হোমযজ্ঞ করছেন ছাত্রছাত্রী সহ তাঁর অনুগামীরা৷

